হুমায়ূন আহমেদের নাটকে নিপুণ

হুমায়ূন আহমেদের নাটকে নিপুণ

চিত্রনায়িকা নিপুণ প্রথম অভিনয় করেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সাজঘর চলচ্চিত্রে। ২০০৭ সালে মুক্তি পায় ছবিটি। ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নিপুণ। এবার তিনি অভিনয় করবেন হুমায়ূন আহমেদের লেখা টিভি নাটকে। নাম রহিমার পতিগৃহে যাত্রা। পরিচালনা করবেন জুয়েল রানা।
পরিচালক জানান, আজ রোববার থেকে পরবর্তী তিন দিন নাটকটির শুটিং হবে নুহাশপল্লীতে।
হুমায়ূন আহমেদ এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, হাসপাতালে বসেই নাটকটি লিখেছেন তিনি।
নিপুণ বলেন, ‘আমি হুমায়ূন আহমেদের অন্ধভক্ত। তাঁর উপন্যাস কিংবা গল্প নিয়মিত পড়ি। দেশের বাইরে গেলে স্যারের বই-ই আমার সঙ্গী থাকে। এরই মধ্যে তাঁর উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু নাটকে কাজ করা হয়নি। তবে স্বপ্ন ছিল। রহিমার পতিগৃহে যাত্রা নাটকে অভিনয় করার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হবে।’
নাটকটিতে নিপুণ ছাড়া আরও অভিনয় করবেন মনির খান শিমুল, আহমেদ রুবেল, তানিয়া আহমেদসহ অনেকে।