এটি মূলত ধনী-গরিবের প্রেমের ছবি

এটি মূলত ধনী-গরিবের প্রেমের ছবি

গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে ছবিটি। কমল সরকার পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সাহারা। কথা হলো তাঁর সঙ্গে।
কোথায় আপনি? অনেক হইহল্লা শোনা যাচ্ছে?
আমি শুটিং করছি। সন্তান কেন সন্ত্রাসী ছবির একটি সেটে শুটিং পড়েছে। এটি এফডিসির কড়ইতলায়। অনেক মানুষ তো, তাই নানা রকম কথা হচ্ছে এখানে। এ জন্য অনেক হইহল্লা মনে হচ্ছে।
‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’ ছবিটি কি দেখেছেন?
অসুস্থ থাকায় আমি হলে যেতে পারিনি। তারপর এখন আবার টানা শুটিং চলছে। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারিনি। যাঁরা হলে গিয়ে ছবিটি দেখেছেন, তাঁদের কাছে শুনেছি, হলে নাকি অনেক মানুষ। কেউ কেউ আমার কাজের প্রশংসা করেছেন।
এটি কী ধরনের ছবি?
মূলত ধনী-গরিবের প্রেমের ছবি। রাজ্জাক আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমি অনেক পরে জানতে পারি, রাজ্জাক আমার বাবা। আমাদের পরিবারে কিছু সমস্যা থাকে। আমার মা প্রচণ্ড অহংকারী একজন মানুষ। সেই অহংকারে একদিন তাঁর পতন হয়।
ঈদের আগে থেকেই আপনি ব্যাংকক আর ঢাকা ঘুরছেন; এ অবস্থায়ই শুটিং করছেন। কতগুলো ছবির কাজ করলেন এর মধ্যে?
আসলে বছরটাই শুরু হয়েছে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে। এর মধ্যে কয়েকটি ছবির গানের শুটিং পড়েছিল। তাই কয়েকবারই যেতে হয়েছে থাইল্যান্ডে। তবে প্রতিবার একই লোকেশনে যাইনি। বেশি ভ্রমণ এবং শুটিংয়ের চাপে আমি দেশে আসার পর অসুস্থ হয়ে পড়ি। কয়েক দিন হলো সুস্থ হয়ে আবার কাজ শুরু করেছি।
এখন কতগুলো ছবি রয়েছে আপনার হাতে?
এই মুহূর্তে নির্মাণাধীন অবস্থায় আছে সাতটি ছবি। হাতে আছে আরও চারটি। নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ হতে আগামী বছরের মার্চ-এপ্রিল পর্যন্ত সময় লেগে যাবে।
‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিটি দিয়ে আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর এমন ব্যবসাসফল ছবি উপহার দিতে পারেননি। কেন?
আসলে সব সময় সব ছবি ব্যবসাসফল হয় না। প্রিয়া আমার প্রিয়া ব্যবসার দিক থেকে ইতিহাস সৃষ্টি করেছিল। এই পরিচালক আমাকে নিয়ে আরও ছবি তৈরি করেছেন। কিন্তু সব সময় ইতিহাস রচনা করা যায় না। আবার হয়তো হুট করেই কোনোটি প্রিয়া আমার প্রিয়ার রেকর্ড ভাঙবে।